বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রামঃ পটিয়ায় শতাধিক পরিবারকে ভিটে-বাড়ি থেকে উচ্ছেদ করে নতুন বাইপাস করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ জনগণ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন, পটিয়া ইন্দ্রপুল থেকে কচুয়াই গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত দুই লাইনের একটি বাইপাসের কাজ সম্পন্ন করে বর্তমানে গাড়ি চলাচল করছে। এই বাইপাসের পূর্ব পাশের (গিরিশ চৌধুরী) ৫০ ফুট দূরত্বে আরেকটি নতুন বাইপাস করার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি হলে শতাধিক ঘর-বাড়ি, মন্দির, মসজিদ ও মহাশ্মশান ভেঙে ফেলতে হবে। পটিয়া ইন্দ্রপুল থেকে গিরিশ চৌধুরী বাজার এলাকায় প্রায় একশ কোটি টাকা ব্যয়ে একটি বাইপাসের কাজ সম্পন্ন করে। কিন্তু ওই বাইপাইসের ৫০ ফুটের মাথায় উপজেলার কচুয়াই ও চক্রশালা এলাকার শতাধিক পরিবারকে উচ্ছেদ করে আরো একটি নতুন বাইপাস করার চেষ্টা চলছে। এই বাইপাস কার স্বার্থে? অন্যের পকেট ভারি করতে পটিয়ায় নতুন বাইপাস প্রকল্প গ্রহণ করা হচ্ছে। নতুন বাইপাস প্রকল্প বাতিল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধন শেষে পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদসহ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর কাছে স্মারকলিপির প্রদান করেন।