Home অন্যান্য সততার ঘাটতি হলে পরিণাম ভোগে প্রস্তুত থাকুন: সিটি প্রশাসক

সততার ঘাটতি হলে পরিণাম ভোগে প্রস্তুত থাকুন: সিটি প্রশাসক

কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখছেন সিটি প্রশাসক

 

  • অতীতের কাজ কর্মের বিষয়ে কিছুই বলার নেই
  • কোথাও খোলা ময়লা আমি দেখতে চাই না

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আন্তরিকতা ও সততার ঘাটতি হলে পরিণাম ভোগের জন্য প্রস্তুত থাকুন।

সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আজ রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন সিটি প্রশাসক খেরাশেদ আলম সুজন।

সেবাদানকারি বিভাগসমূহের সাথে সমন্বয় বৈঠকের অংশ হিসেবে রবিবার বিকেলে আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে পরিচ্ছন্ন বিভাগের সাথে মতবিনিময়কালে কর্মকর্তা ও কর্মচারিদের কাজে আন্তরিকতা, শতভাগ সততা প্রত্যাশা করে প্রশাসক বলেন, কর্মকর্তা-কর্মচারিদের অতীতের কাজ কর্মের বিষয়ে আমার কিছুই বলার নেই, এখন থেকে সকলকে শতভাগ সততার সাথে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব ও কর্তব্য  পালন করতে হবে। যারা ভাল কাজ করবেন তাদেরকে বেস্ট পারফরমার হিসেবে পুরস্কৃত করা হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা ও সততার ঘাটতি পরিলক্ষিত হলে তার পরিণাম ভোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে হবে।

প্রয়াত সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী আপনাদের নিরলস পরিশ্রমে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখার কারণে ১৯৯৫ সালে হেলদি সিটি হিসেবে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে পুরস্কার লাভ করেছিলেন। চট্টগ্রামের সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে চাই।

তিনি বলেন, আগামী সেপ্টেম্বর থেকে পাইলট প্রকল্প হিসেবে রিয়াজ উদ্দিন বাজার ও ফলমন্ডি  পরিচ্ছন্ন রাখার জন্য লিফলেট বিতরণ, প্রতিটি দোকানে ময়লা রাখার জন্য চসিক লিখিত কালো বস্তা বিতরণ করা হবে। যে সমস্ত দোকানদার দোকানের ময়লা যত্রতত্র ফেলবেন তাদের জরিমানা করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও ডোর টু ডোর ময়লা সংগ্রহ করে সেকেন্ডারী স্টেশনে যে ময়লা জমানো হয় তা তেরপাল দিয়ে ঢেকে দিতে এবং পরিস্কার করার পর সেখানে ব্লিচিং পাউডার, মশার ওষুধ ছিটিয়ে দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, কোথাও খোলা ময়লা আমি দেখতে চাই না। ডাম্পিং স্টেশনের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডাম্পিং স্টেশনে নিয়মিত বিলিচিং পাউডার, মশার ওষুধ ছিটিয়ে স্বাস্থ্যসম্মত রাখারও নির্দেশনা প্রদান করেন। দেশের অতীব গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রামে নাগরিকদের সেবা শতভাগ নিশ্চিত করতে চাই।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। এ সময়  সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ পরিচ্ছন্ন জোন প্রধান, পরিদর্শক ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।