Home Third Lead সন্ত্রাসী চাঁদাবাজদের কবল থেকে জেলেদের রক্ষা করুন: ‍সুজন

সন্ত্রাসী চাঁদাবাজদের কবল থেকে জেলেদের রক্ষা করুন: ‍সুজন

খোরশেদ আলম সুজন

উচ্চহারে চাঁদা দাবী ও কম দামে মাছ বিক্রিতে বাধ্য করা হচ্ছে

চট্টগ্রাম: জবরদখলকারী লুটেরাদের গ্রাস থেকে জেলে সম্প্রদায়কে বাঁচাতে আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, পতেঙ্গা ১৫ নাম্বার ঘাট থেকে হালিশহর হয়ে কাট্টলী পর্যন্ত একশ্রেণীর অসাধু অপেশাদার ব্যবসায়ী মাছ ও জাল কেড়ে নিচ্ছে জেলেদের কাছ থেকে। পেশাদার জেলে সম্প্রদায়ের মাছের খুঁটিকে দখল করে নিচ্ছে। তারা জেলেদের কাছে উচ্চহারে চাঁদা দাবী করছে। এমনকি কম দামে মাছ বিক্রি করতে বাধ্য করছে জেলেদের।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবছরই ইলিশের মৌসুম আসলেই তাদের দৌরাত্ম্য বেড়ে যায়। তারা সাগরপাড়ের বিভিন্ন জায়গায় নিজেদের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে এলাকাভিত্তিক ভাগ হয়ে এসব অপকর্ম চালায়। তাদের ক্রমাগত হুমকিতে অসহায় মাছ ধরে জীবিকা নির্বাহ করা এসব সাধারণ জেলে সম্প্রদায়। যখন এ মৌসুমে জেলেরা তাদের পরিবারের মুখে একটুকু প্রশান্তি আনতে উত্তাল সমুদ্রে দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে মাছ আহরন করে ঠিক সেই মুহুর্তে লুটেরাদের এ ধরণের কর্মকান্ড সত্যিই অমানবিক এবং আইনবিরোধী কাজ। তিনি এসব তস্করদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নৌ-বাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। এছাড়া এসব লুটেরাদের হাত থেকে জেলে সম্প্রদায়কে রক্ষা করতে পতেঙ্গা থেকে কাট্টলী পর্যন্ত বিশেষ পুলিশী টহল জোরদার করার আহবান জানান।

তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন এসব অপশক্তি যত শক্তিশালীই হোক না কেন তাদেরকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। তিনি নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দকে স্বস্ব এলাকার জেলে সম্প্রদায়ের পাশে থাকার উদাত্ত আহবান জানান। প্রয়োজনে জেলে সম্প্রদায়কে সাথে নিয়ে এসব পেশাদার লুটকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান খোরশেদ আলম সুজন।