Home চট্টগ্রাম রাউজানে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় খুন যুবদল কর্মী

রাউজানে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় খুন যুবদল কর্মী

ইব্রাহিম। ছবি সংগৃহীত

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: রাউজান উপজেলায় ৪ দিনের ব্যবধানে আরও একটি খুনের ঘটনা ঘটলো। সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গাজীপাড়া এলাকার বাজারে সন্ত্রাসী হামলায় খুন হয়েছেন ইট-বালু ব্যবসায়ী ও যুবদল কর্মী মো. ইব্রাহিম। তিনি এ সময়ে জানে আলমের দোকানে বসে চা খাচ্ছিলেন। গুলিতে তার মাথার মগজ বের হযে গেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া এই ঘটনার বিষয়ে  বলেন, নিহত ইব্রাহিম বিএনপি রাজনীতির সাথে জড়িত। ছোট সাজ্জাদের অনুসারী রায়হানের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে তার।  পুলিশ রায়হানকে গ্রেপ্তার করতে কয়েকবার অভিযান পরিচালনা করে। এতে রায়হান এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর ইব্রাহীম এলাকায় আধিপত্য বিস্তার করেন। এই নিয়ে সন্ত্রাসী রায়হানের সাথে নিহত ইব্রাহীমের দ্বন্দ্ব শুরু হয়। রায়হান ইব্রাহীমকে কয়েকবার হুমকি দেন। এরজেরে খুনের ঘটনাটি কী না তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বুলেটের খোসা উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার স্থানীয় একটি হোটেলে বসে চা খাচ্ছিলেন ইব্রাহিম। এসময় অটোরিকশা করে আসে কয়েকজন সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই ইব্রাহীমকে লক্ষ্য করে গুলি করতে শুরু করেন তারা। এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে পালিয়ে যায় মানুষ।

নিহতের স্ত্রী নুরজান বেগম বলেন, আমার স্বামী খাটে শোয়া ছিলেন। আমি তার জন্য চা তৈরি করছিলাম। এমন সময় তার মোবাইলে একটা ফোন আসে। ফোন পেয়ে তিনি বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এর আগে রায়হান তাকে কয়েকবার ফোনে মেরে ফেলার হুমকি দিয়েছিল।

নিহতের বোন রিপু আক্তার বলেন, এখানে সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী ও রায়হানের অনুসারীরা আস্তানা গেড়েছে। তারাই আমার ভাইকে হত্যা করেছে। আমরা সন্ত্রাসী রায়হানের ফাঁসি চাই। নিহতের চাচা ও রাউজান ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবদুল হালিম বলেন, আমরা বাজারের জানে আলমের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। অতর্কিতভাবে একদল সন্ত্রাসী হামলা চালায়। আমাকেও তাড়া করেছিল। পালিয়ে প্রাণে বেঁচে যাই।

শনিবার (১৯ এপ্রিল) রাতে ভাত খাওয়ার সময় দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ায় যুবদলকর্মী মুহাম্মদ আবদুল্লাহ মানিককে গুলিতে হত্যা করা হয়।