বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যামাজনে কর্মরত সন্দ্বীপের মোহাম্মদ রিদোয়ান হক (২৩)।
নিউইয়র্কের সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশ্রাফ উদ্দিন জানান, রবিবার (৫ নভেম্বর) ভোররাতে নিউ জার্সিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় রিদোয়ান হক (২৩) নিহত হয়েছেন। তিনি অ্যামাজনে কাজ করতেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওইদিন ভোররাতে নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন অনেক বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউইয়র্কে চিকিৎসা পেশায় নিয়োজিত।