বিজনেসটুডে২৪ ডেস্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসএল ওয়্যারলেস। প্রতিষ্ঠানটিতে ‘সফটওয়্যার স্পেশালিস্ট–ফ্রন্ট এন্ড’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সফটওয়্যার স্পেশালিস্ট–ফ্রন্ট এন্ড।
যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অথবা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিয়াক্ট, নেস্কটজেএস, নোডজেএস, ইসিএমএস্ক্রিপ্ট, নোএসকিএল, পিএইচপি, লারাভেল ফ্রেমওয়ার্ক, মাইএসকিউএল, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল সার্ভার, এক্সএইচটিএমএল, সিএসস, এসএএসএস, এলইএসএস, গ্রাফকিউএল, টাইপস্ক্রিপ্ট, এসএসআর, এসএসজি প্রভৃতি ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া সিভি ইমেইল করতে পারেন (jobs@sslwireless.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ২৫ এপ্রিল, ২০২১।
-বিডিজবস