Home চট্টগ্রাম সবজির চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সবজির চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ছবি: জাহাঙ্গীর আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: গত তিন চারমাস ধরেই সবজির দাম চড়া। এর মধ্যে নতুন করে আরও দাম বেড়েছে। সরকার পাইকারি ও হিমাগার পর্যায়ে আলুর দাম বেঁধে দিলেও এর কোনো প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না। আলু কেজিতে ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবজিগুলোর বেশিরভাগের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার কাছাকাছি।

ব্যবসায়ীরা বলছেন, আমরা ৩০ টাকা কেজি কিনতে না পারলে বিক্রি করবো কীভাবে? পাইকারিতে আমাদের প্রতিকেজি আলু কেনা পড়ছে ৪০-৪২ টাকা। অন্যান্য খরচ যোগ করে এক কেজি আলু ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব না।

শুক্রবার (১৬ অক্টোবর) পাহাড়তলী বাজার ঘুরে দেখা গেছে, খুচরা ব্যবসায়ীরা আলুর কেজি বিক্রি করছে ৪৫ থেকে ৫০ টাকা, যা এক মাস আগে ছিল ৩০ টাকা। পটল ৭০ টাকা, করোলা ৭০ টাকা, বেগুন ৭০ টাকা, শিম ১৩০ টাকা, বরবটি ৮০টাকা , টমোটো ১০০ টাকা,ঢেঁড়শ ৭০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা,সসিন্দা ৭০ টাকা, গাজর ৭০ টাকা, বাঁধা কপি ৮০ টাকা, কাঁচা মরিচ ১৮০ টাকা, লাউ ৬০ টাকা । পেঁয়াজ ১০০ টাকা, রসুন ৭০ টাকা, আদা ১২০(দেশি) ২২০ (চায়না) টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, সীতাকুন্ডের সবজি বাজারে আসলেও উত্তরবঙ্গের দামের প্রভাব স্থানীয় সবজিতেও পড়েছে। দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে।

মুরগী পোল্ট্রি ১৩০ টাকা, লেয়ার ২৩০ টাকা, সোনালী ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৬৫০ থেকে ৭৫০ টাকা, খাসির মাংসের দাম ৮০০ থেকে ৯০০ টাকা বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারে আসা ক্রেতা সালাউদ্দিন বলেন, সবজির দাম দিন দিন বেড়েই চলেছে , মাছ- মাংসের দামেও বাড়তি । ব্যবসায়ীরা নানা অজুহাত দিচ্ছে, প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া উচিত।

১৪ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে দাম বাড়তি মাছের। তেলাপিয়া ১৫০ টাকা, লইট্টা ১২০ টাকা, বড় রুই ২২০ থেকে বেড়ে ২৪০ টাকা, বাগদা চিংড়ি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ১১০ টাকা।