Home করোনা আপডেট টিকা নিলেন জয়নাল আবেদিন ফারুক

টিকা নিলেন জয়নাল আবেদিন ফারুক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি:

ঢাকা: ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আমদানিকৃত কোভিড-১৯ প্রতিরোধী টিকা কোভিশিল্ড নিয়ে শুরুতে বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন নেতিবাচক মন্তব্য করলেও ইতোমধ্যে দলটির অনেক নেতাকর্মী টিকা নিয়েছেন। এবার টিকা নিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

শনিবার (২০ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এসে স্ত্রী কানিজ ফাতেমাসহ টিকা নেন বিএনপির এই নেতা।

টিকা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় জয়নুল আবেদিন ফারুক বলেন, কোভিড-১৯ এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এ ভাইরাস সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবারই গ্রহণ করা উচিত। ইতিপূর্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিবের মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কে সরকারকে যে উপদেশ দেয়া হয়েছিল তা পরিপূর্ণভাবে কাজে লাগালে দেশে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম হতো। তবুও এই করোনার সময়ে সকল ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এবং সরকারকে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান করছি।

বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রতিরোধী বিভিন্ন ব্র্যান্ডের টিকার মধ্যে বাংলাদেশে প্রয়োগ চলছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা। এই টিকার ৩ কোটি ডোজ কিনেছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে দেশে এসেছে ৫০ লাখ ডোজ। এছাড়া কোভিশিল্ড টিকার ২০ লাখ ডোজ উপঢৌকন হিসেবে পাঠিয়েছে ভারত।