Home খেলাধুলা সবার আগে দেশের খেলা : কাটার মাস্টার

সবার আগে দেশের খেলা : কাটার মাস্টার

বিসিবি ছাড়লে আইপিএলে খেলব

বিজনেসটুডে২৪ ডেস্ক

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় আসর আইপিএলের প্রভাবে বিভিন্ন ক্রিকেট বোর্ডের দল নির্বাচনে আইপিএল’র সূচির উপর নির্ভর করতে হয়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলার বদলে আইপিএলে খেলাকে প্রাধান্য দিয়ে আলোচনায় এসেছেন।

আইপিএল’র ১৪-তম আসরে রাজস্থান রয়্যালসে ডাক পাওয়া টাইগার পেসার মোস্তাফিজুর রহমান অবশ্য বলছেন ভিন্ন কথা। একই সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থাকায় আইপিএল’র চেয়ে দেশে হয়ে খেলাকে বেশি প্রাধান্য দিচ্ছেন কাটার মাস্টার।

মঙ্গলবার (২৩ফেব্রুয়ারি) বিসিবি একাডেমিতে গণমাধ্যমকে মোস্তাফিজ বলেন, সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।’

তিনি জানান, যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি চাইলে (শ্রীলঙ্কা যেতে) রাজি না হওয়ার তো কিছু নাই। দেশের খেলা বা আইপিএলে খেলা- এ বিষয়ে অন্য কোন চাপ নেই।