বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ ব্যাংক এপ্রিল ও মে মাসে সব ধরনের ঋণের ক্ষেত্রে সুদ আরোপ না করার নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে।
রবিবার (৩ মে) বাংলাদেশ ব্যাংক জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।
বলা হয়, গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত বা আরোপযোগ্য সুদ বা মুনাফা “সুদবিহীন ব্লকড হিসাবে” স্থানান্তর করতে হবে। কোনও ব্যাংক ইতোমধ্যেই কোনও ঋণের সুদ আয় খাতে স্থানান্তর করে থাকলে, তা রিভার্স এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে।
আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনও সুদ আদায় করা যাবে না এবং ব্যাংকের আয় খাতেও স্থানান্তর করা যাবে না।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সব ধরনের ঋণ বিনিয়োগের উপর আরোপিত-আরোপযোগ্য সুদ-মুনাফা দু’মাসের জন্য ব্লক হিসাবে স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সুদ আদায় করা যাবে না বলে তফসিলি ব্যাংকগুলোকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক ।