Home Second Lead চট্টগ্রাম দ্বিতীয় সিঙ্গাপুর হবে : সুজন

চট্টগ্রাম দ্বিতীয় সিঙ্গাপুর হবে : সুজন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: দেশি-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার জন্য আবাসিক হোটেলকে পরিবেশবান্ধব করার আহ্বান জানিয়েছেন সিটি প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন।

সামনে বাহারী  ফুলের বাগান ও বৃক্ষের চারা রোপন করে সৌন্দর্যবৃদ্ধির পরামর্শ দেন তিনি। মঙ্গলবার আন্দরকিল্লায় পুরনো ভবনে গণসাক্ষাতকার গ্রহণকালে এই পরামর্শ দিয়ে বলেন, চট্টগ্রাম নগরীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি আবাসিক হোটেল মালিকদেরও এগিয়ে আসতে হবে।

প্রশাসক চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির দাবী-দাওয়া বিবেচনায় নিয়ে জানান, ট্রেড লাইসেন্স- এর সারচার্জ মওকুফের সময় আরো বৃদ্ধি করা হবে। ডিলিং লাইসেন্স ৩ বৎসরের মেয়াদের স্থলে ১ বছর পর পর নবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সাথে আলাপ করে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস প্রদান করেন। প্রশাসক আরো জানান, পর্যটন মন্ত্রণালয়কে একটি ডিও লেটার পাঠানো হবে। এই ডিও লেটার পাঠানোর আগে আপনারা যারা আবাসিক হোটেলের ব্যবসা করেন আপনাদের পক্ষ থেকে কি কি সুবিধা চান তা একটি প্রতিবেদন আকারে আমার কাছে আপনরা প্রদান করুন। আমি আমার ডিও লেটারে আপনাদের পরামর্শগুলো সন্নিবেশিত করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে যে প্রকল্পগুলো গ্রহণ করেছেন তা বাস্তবায়িত হলে চট্টগ্রাম হবে দ্বিতীয় সিঙ্গাপুর। তিনি চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত রেল লাইন স্থাপনের কথা গণসাক্ষাতকারে উল্লেখ করেন।  এই গণসাক্ষাতকারে ৭০ জনের অধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রশাসকের সাথে সাক্ষাত করেন।

সাক্ষাতকালে যারা বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথাগুলো জানিয়েছেন সেগুলো তিনি আমলে নিয়েছেন বলে জানান। তিনি আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। তিনি নগরবাসীকে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার জন্য অনুরোধ জানান। তিনি নগরবাসীর অভাব অভিযোগুলো যাচাই-বাছাই এবং এর সত্যতা খতিয়ে দেখে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়ার কথা পুনঃউল্লেখ করেন।

 

প্রধান শিক্ষক ফোরামের সাথে মতবিনিময়

সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন মঙ্গলবার বিকেলে প্রধান শিক্ষক ফোরামের সাথে মত বিনিময় করেন। এ সময় প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া,  প্রধান শিক্ষা ফোরামের সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো. আকতার হোছাইন, সহ সম্পাদক টিংকু ভৌমিকসহ অন্যান্য প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।