Home Uncategorized বিয়ের আগেই ছাড়াছাড়ি অঞ্জলি-সুফির

বিয়ের আগেই ছাড়াছাড়ি অঞ্জলি-সুফির

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের অঞ্জলিকে মন দিয়েছিলেন পাকিস্তানের সুফি। প্রেম চলেছিল পাঁচ বছর। সমকাম নিয়ে যতই নাক সিঁটকানো থাকুক না কেন, তাতে কিচ্ছু যায় আসেনি ভারত ও পাকিস্তানের দুই তরুণীর। খোলাখুলি একে অপরকে প্রেম নিবেদন করেছিলেন তাঁরা। বৃষ্টি ভেজা সকালে দুই তরুণীর ঠোঁটে ঠোঁকে ব্যারিকেড দেখে আবেগে ভেসেছিল গোটা নেট সমাজ। ২০১৯ সালের ‘সেনসেশন’ হয়ে উঠেছিল অঞ্জলি-সুফির প্রেম। কিন্তু সম্পর্ক টিকল না। রাস্তা আলাদা হল দুজনের। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পাকিস্তানের সুফি মালিক স্বীকার করলেন, তিনি ঠকিয়েছেন ভারতের অঞ্জলি চক্রকে।

২০১৯ সাল থেকে বন্ধুত্ব। তারপরেই মন দেওয়ানেওয়া। পরিবার ভেবেছিল দুই সই। কিন্তু পরে প্রকাশ্যে ভালবাসার আলিঙ্গনে জড়িয়ে একে অপরকে চুমু খেয়ে তাঁরা বার্তা দিয়েছিলেন, শুধু সখী নয়, তাঁরা দু’জন জীবনসঙ্গীও হতে চান। চমকে উঠেছিল রক্ষণশীল পরিবার। কিন্তু প্রেমের পথে বাধা হতে পারেননি কেউই। নিউ ইয়র্কে লিভ-ইন শুরু করেছিলেন অঞ্জলি-সুফি।

উত্তর পাকিস্তানের মেয়ে সুফির সঙ্গে অঞ্জলির আলাপ নিউ ইয়র্কেই। প্রথম দর্শনেই ভাল লাগা, তার থেকে প্রেম। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে প্রথম হাত ধরা থেকে প্রথম ঠোঁটে ঠোঁট, দু’জনে মনে রেখেছেন প্রতিটা বিশেষ মুহূর্ত। সেইসব ছবি ভাগও করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের ভালবাসার ছবি ভেসে গিয়েছে হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যায়। নেটিজেনরা কিন্তু অশালীনতা খুঁজে পাননি কোথাও। অঞ্জলি-সুফির প্রেমকে বাঁকা চোখে দেখেননি কেউ। বরং দুই দেশের দুই তরুণীর নিঃশর্ত ভালবাসার মধ্যে পারস্পরিক বিশ্বাস ও ভরসার অঙ্গীকার খুঁজে পেয়েছিলেন সকলে।