বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নাটোর: লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় দুই তরুণী আসন্ন এইচএসসি পরীক্ষার্থী। দুজনের মধ্যে প্রায় এক বছর ধরে চলে আসছে সমপ্রেম। তা নজরে আসার পর পরিবার থেকে নানাভাবে বোঝাতে শুরু করেন অভিভাবকরা। এই আকর্ষণ একটা মোহ এবং তারা মানসিকভাবে অসুস্থ বলে জানিয়ে পরষ্পরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। পরিবার থেকে ক্রমাগত এমন চাপের মুখে তারা কাউকে না জানিয়ে ত মঙ্গলবার থেকে লাপাত্তা হয়ে গেছে।
দুই তরুণী পরিবারের লোকজন এসব তথ্য জানিয়েছেন। জানা যায়, দু’জনের বসবাস একই গ্রামে। স্কুলে পড়াকালীন দুইজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠে। তবে সবাই প্রথম দিকে ভেবেছিল তারা ঘনিষ্ঠ বান্ধবী। একে অপরের সঙ্গে প্রথম দিকে চিঠি আদান প্রদান হলেও পরে মোবাইল ফোনে চলতে থাকে তথ্য আদান প্রদান। পরবর্তীতে দু’জনের অস্বাভাবিক চলাফেরা টের পান পরিবার। তারপর থেকে সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে বের হয় তারা। পরে তারা দুইজনই আর বাড়ি ফিরে নি। তাদের মোবাইলও বন্ধ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এর আগেও একবার এমন হয়েছিল। মঙ্গলবার থেকে তারা দুইজনই নিখোঁজ। দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডায়রি করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার করার চেষ্টা চলছে।