বিজনেসটুডে২৪ ডেস্ক: সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি না দেওয়ার বিষয়ে ২০২৩ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনা করার আবেদন করা হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
‘যে বিচার হয়েছে তার রেকর্ডে কোনও সুস্পষ্ট ত্রুটি নেই এবং হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই,’ এমনটাই মত আদালতের।এই পুনর্বিবেচনার আবেদনগুলি বিবেচনা করার দায়িত্ব বর্তেছিল বিচারপতি বিআর গাভাই, সূর্য কান্ত, বিভি নাগরত্না, পিএস নরসিমা এবং দীপঙ্কর দত্তের উপর।
তাঁদের বক্তব্য, ‘আমরা বিচারপতি রবীন্দ্র ভাট (প্রাক্তন বিচারপতি) এবং বিচারপতি হিমা কোহলির রায় এবং আমাদের একজন সদস্য বিচারপতি পিএস নরসিমার মতামত গভীরভাবে পর্যালোচনা করেছি। রেকর্ডে কোনও সুস্পষ্ট ত্রুটি নেই। আমরা আরও দেখেছি যে এই রায় আইন অনুযায়ী দেওয়া হয়েছে এবং এতে কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই। তাই, পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হল।’
প্রসঙ্গত, মূল রায়ে আদালত বলেছিল যে আইনে স্বীকৃত বিয়েগুলি ব্যতীত ‘অবাধ অধিকার’ হিসেবে সমলিঙ্গ বিবাহের দাবি করা যায় না।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আগেই এই রায় পুনর্বিবেচনার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, ২০২৪ সালের জুলাই মাসে। এরপর গঠন করা হয় নতুন বেঞ্চ। বিচারপতি পিএস নরসিমা ছিলেন একমাত্র সদস্য যিনি এই মামলার মূল সাংবিধানিক বেঞ্চে ছিলেন। তিনি ছাড়া বাকি চারজন, তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসকে কৌল, রবীন্দ্র ভাট এবং হিমা কোহলি অবসর গ্রহণ করেছেন।