ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিএন্ডএফ এজেন্টদের ঐক্য সংহত করার আহ্বান
চট্টগ্রাম:সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন বলেছেন, দেশের প্রধান সমুদ্র বন্দর ও সর্ববৃহৎ শুল্ক ভবন কাস্টম হাউজ চট্টগ্রামকে সচল রেখেছে হাজার হাজার সিএন্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারীদের নিরলস শ্রম। অথচ, বন্দর ও কাস্টমস্ এ প্রতিনিয়ত হয়রানী, নির্যাতন ও সংকট বেড়েই চলেছে।
তিনি বলেন, দেশের বিদ্যমান কোম্পানী আইনের সাথে সাংঘর্ষিক নানান বিধি উপবিধি চাপিয়ে দিয়ে সিএন্ডএফ এজেন্টদের স্বাভাবিক কার্যক্রমের পথে বাধা তৈরী করা হচ্ছে। সিএন্ডএফ এজেন্টদের ঐক্যবদ্ধ হওয়া আজ তাই সময়ের দাবী। সমমনা পরিষদ-এর নেতৃত্বে সিএন্ডএফ এজেন্টরা যে সংগ্রামী ধারার এসোসিয়েশন গড়ে তুলেছে তাকে অব্যাহত রাখতে হবে।
বুধবার সমমনা পরিষদ পরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষ্য আয়োজিত সিএন্ডএফ এজেন্ট সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করন সমমনা পরিষদের আহ্বয়ক ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু। সমমনা পরিষদ এর সদস্য সচিব কাজী মাহমুদ ইমাম বিলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভার আরো বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ সোলায়মান, এস এম মোয়াজ্জেম হোসেন (মুক্তিযোদ্ধা), আলহাজ আবুল হাশেম (মুক্তিযোদ্ধা কমান্ডার), আলহাজ¦ জাহাঙ্গীর আলম, মোঃ হানিফ, আলহাজ¦ জহুর আহমদ, মাহবুব আলম, খাইরুল আলম সুজন, মোঃ শাহজাহান, গোলাম মোস্তফা, কাইউম সিকদার, মোঃ শাহ আলম, আবদুল মান্নান পাটোয়ারী, শামসুল আলম ফিরোজ, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভায় সমমনা পরিষদের সদস্য সচিব ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, সিএন্ডএফ এজেন্টদের দৈনন্দিন কার্যক্রম ও পেশাগত জীবনের সংকট মোচনের লক্ষ্যে এসোসিয়েশনের কার্যক্রম পরিচালিত হয়। বন্দর, কাস্টমস্, অফ ডকে দিনে বা রাতে যখনই কোন সমস্যা তৈরী হয়েছে এসোসিয়েশন নেতৃত্ব সেই সমস্যা মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ঝাঁপিয়ে পড়েছে।
করোনা মহামারীকালে জীবনাশংকা সত্বেও সিএন্ডএফ এজেন্টরা বন্দর ও কাস্টম সচল রাখতে অক্লান্ত পরিশ্রমের উল্লেখ করে তিনি বলেন, এসোসিয়েশনের উদ্যোগে অক্সিজেন ব্যাংক গড়ে তোলা হয়েছে। জরুরী প্রয়োজনে অন লাইনে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। সুলভ মূল্যে স্বাস্থ্য সেবায় ব্যবস্থা করা হয়েছে। পেশাগত কর্মকান্ডের পাশাপাশি সদস্যদের দৈনন্দিন জীবনের সংকট মোচনে সমমনা পরিষদ মনোনীত এসোসিয়েশন নেতৃত্ব সবসময়ই ছিল। তিনি আসন্ন নির্বাচনে অতীতের মতই সমমনা পরিষদ মনোনীত প্রার্থীদের প্রতি সদস্যদের আস্থা রাখার আহ্বান জানান।