Home আন্তর্জাতিক সমুদ্রতটে সহস্রাধিক ডলফিনের নিথর দেহ

সমুদ্রতটে সহস্রাধিক ডলফিনের নিথর দেহ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

হিংস্র তো নয়ই, বরং মানুষের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ আচরণই করে থাকে। কিন্তু সেই নিষ্পাপ ডলফিনরাও রেহাই পেল না। ডেনমার্কে রাজকীয় প্রক্রিয়ায় চলল নির্বিচারে ডলফিন নিধন। তাও আবার সরকারি উদ্যোগে।

ডেনমার্কের ফারোই দ্বীপে মঙ্গলবার হাজারের বেশি ডলফিন শিকার করা হয়েছে। প্রয়োজনে নয়, একেবারে খেয়ালের বশেই। একদিনেই এত ডলফিনের মৃত্যু সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

ডেনমার্কে এই ডলফিন নিধন সেদেশের মানুষও বিশেষ ভাল চোখে দেখছেন না। সরকারি মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যারা শিকার প্রক্রিয়ার সঙ্গে বিশেষ পরিচিত নন, তাঁরা এই দৃশ্য দেখে অবাক হবেন, সেটাই স্বাভাবিক। আর আমাদের এই তিমি শিকার বরাবরই নাটকীয়।

উত্তর আটলান্টিক দ্বীপগুলিতে এই ধরণের তিমি শিকার ঐতিহ্যবাহী। কিন্তু তিমি নয়, এই প্রথম ডলফিন মারা হল। চারদিক থেকে শিকারকে ঘিরে ফেলে অভিনব কায়দায় তাদের হত্যা করা হয় বলেও জানান ডেনমার্কের সরকারি মুখপাত্র।

১৪০০-র বেশি ডলফিন হত্যা করার হয়েছে বলে জানা গেছে। সারে সারে তাদের রক্তাক্ত নিথর দেহ সমুদ্রতটে পড়ে থাকতে দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনরা অনেকেই এই নৃশংস হত্যালীলার প্রতিবাদ জানিয়েছেন। সংশ্লিষ্ট দ্বীপের মোট জনসংখ্যার ৫৩ শতাংশ এই শিকার প্রক্রিয়ার বিরোধী বলেও দাবি। তাদের পাত্তা না দিয়ে গতবছরও শয়ে শয়ে তিমি শিকার করা হয়েছিল।