বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: সম্পদ ভাগাভাগি নিয়ে বিরোধে সন্তানরা ১৬ ঘণ্টা বাবার লাশ আটকে রেখেছিল, দাফন করতে দেয়নি। অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটাগ্রামে কোটা পুর্বপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই গ্রামের অবসর প্রাপ্ত চাকরিজীবী হাবিবুর রহমান হবি বিশ্বাস (৭০) বুধবার সকাল ছয়টার দিকে বার্ধক্য জনিত কারণে মারা যান। স্থানীয়সূত্রে জানা যায়, হবি বিশ্বাসের ৪ স্ত্রী ও ৯ ছেলেমেয়ে। তবে তিনি ছোট স্ত্রী ও ছোট সন্তান সোহেল বিশ্বাসের কাছে থাকতেন। সেই সুবাদে সোহেল বিশ্বাসের মাকে ৮৩ শতক জমি লিখে দেন তিনি। অন্যরা সম্পত্তির দাবি নিয়ে বেশ কবার গিয়েছিলেন হবি বিশ্বাসের কাছে। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। বুধবার পিতার মৃত্যু সংবাদ পেয়ে ছেলে আাতাউর, সুমন,আনোয়ার ও হাফিজুর কবর খুড়তে ও লাশ দাফনে বাধা দেয়। আশেপাশের লোকজনদের অনুরোধেও কাজ হয়নি। তারা মরদেহ আটকে রাখে। অবশেষে স্থানীয় নেতৃস্থানীয়রা হবির ছেলেদেরকে নিয়ে বিকালে শালিসে বসে। একপর্যয়ে ছোট স্ত্রীর নামে থাকা ৮৩ শতক জমির ৫০ শতক জমি সমানভাবে অন্য ছেলেদের লিখে দেওয়ার মুচলেকায় দফারফা হয়।
ছোট স্ত্রীর ছেলে সোহেল বিশ্বাস বলেন, ‘আমার বাবার মৃত্যুর পর কবর খুড়তে গেলে আমার সৎ ভায়েরা বাধা দেয়। পরে শালিসী বৈঠকে ৫০ শতক জমি তাদের নামে আমার মা লিখে দিলে তারা দাফনের অনুমতি দেয়। প্রায় ১৬ ঘণ্টা পর জানায়া শেষে লাশ দাফন হয়েছে।
চলিশিয়া ইউনিয়নে চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, ৮৩ শতক জমিনিয়ে সন্তানদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। উভয় পক্ষের উপস্থিতিতে স্থানীয় রাজনীতিবিদ ও কতিপয় ব্যক্তি সমস্যা সমাধান করেছে।