Home অন্যান্য প্রতিদিন তিনি দান করেন ২২ কোটি টাকা

প্রতিদিন তিনি দান করেন ২২ কোটি টাকা

আজিম প্রেমজি

নয়াদিল্লি: প্রতিদিন ২২ কোটি টাকা। সারা বছরে ৭৯০৪ কোটি টাকা দান করেছেন উইপ্রোর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিম প্রেমজি।

এভেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি ২০২০-এর তালিকায় তাই শীর্ষস্থান দখল করলেন প্রেমজি। কোভিড-১৯ মহামারির মোকাবিলা সহ বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পে এই অর্থ দান করেছেন তিনি।

হুরুন ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, প্রেমজি একজন আদর্শ ব্যক্তি। অন্যান্য ব্যবসায়ীদেরও তিনি সমাজসেবার কাজে অনুপ্রাণিত করছেন।

আজিম প্রেমজির ছেলে রিশাদ প্রেমজি টুইটে লিখেছেন, আমার বাবা সবসময় বিশ্বাস করে এসেছেন, তিনি তাঁর সম্পদের একমাত্র মালিক নন। যে সমাজে আমরা থাকি তা উইপ্রোরই একটি অংশ।

সমাজসেবীর তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন যথাক্রমে এইচসিএল টেকনলজির শিব নাদার এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁরা দান করেছেন যথাক্রমে ৭৯৫ কোটি এবং ৪৫৮ কোটি টাকা। চতুর্থ স্থানে আছেন কুমার মঙ্গলম বিড়লা (২৭৬ কোটি) এবং পঞ্চম স্থানে বেদান্তর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আগরওয়াল (২১৫ কোটি)। ২০১৪ সালে অনিল বলেছিলেন, তিনি তাঁর সম্পত্তির ৭৫ শতাংশ সমাজসেবায় দান করবেন।

-বিজনেসটুডে২৪ ডেস্ক