- ‘আমি আর নিউজ করবো না, প্লিজ… আমি নিউজ আর করব না ভাই…’
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সাংবাদিক গোলাম সরওয়ারকে ৩ দিন বিভিন্ন জায়গায় রাখা হয় বেধড়ক প্রহার করেছে অপহরণকারীরা।
জ্ঞান ফেরার পর রবিবার রাতে পুলিশকে এ তথ্য জানিয়ে বলেন, ২৯ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর আকস্মিকভাবে দুর্বৃত্তদল একটি অ্যাম্বুলেন্সে তুলে নেয়। এরপর ৩দিন বিভিন্ন জায়গায় রেখে নির্যাতন চালানো হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কঠোর হুঁশিয়ারি এবং পুলিশ প্রশাসনের তৎপরতার মুখে সাংবাদিক সরওয়ারকে ছেড়ে দেয় অপহরণকারিরা। সাংবাদিকরা রবিবার অবস্থান কর্মসূচি পালন করেন এবং অবিলম্বে উদ্ধার না হলে আন্দোলনের ঘোষণা দেন।
সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম শামসুল ইসলাম বলেন, অপহরণকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আশা করছি পুলিশ প্রশাসন দ্রুত বের করতে সক্ষম হবে দুর্বত্তদের।
সীতাকুণ্ডের স্থানীয় সাংবাদিকরা জানান, কুমিরা বাজারের পাশে একটি ব্রিজের নিচে তাকে পাওয়া যায়। স্থানীয় এক দোকানদার সরওয়ারকে খালি গায়ে পড়ে থাকতে দেখলে আশপাশের সবাইকে ডেকে আনেন। পরে স্থানীয়রা সেখানে গেলে অজ্ঞান অবস্থায় সরওয়ার বিড়বিড় করে বলতে থাকে ‘আমি আর নিউজ করবো না, প্লিজ… আমি নিউজ আর করব না ভাই…’।
উদ্ধারের পর পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি সবার পা জড়িয়ে ধরার চেষ্টা করে শুধু বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’
উদ্ধারের ঘটনার একটি ভিডিও ভিডিওতে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিহিত গোলাম সরোয়ার গড়াগড়ি খেয়ে উপস্থিত লোকজনের পা ধরে মাফ চাচ্ছেন এবং বিলাপ করে বলছেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’
স্থানীয় ব্যক্তিরা গোলাম সরোয়ারকে উদ্ধার করে কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীকে খবর দেন। চেয়ারম্যান বিষয়টি থানায় জানান। পুলিশ রাত আটটার দিকে গিয়ে সরোয়ারকে নিয়ে যায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ‘তাকে দুইদিন বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। বা একটা অ্যাম্বুলেন্সে তুলছে এ ধরনের কথা বলছে। যেহেতু তিনি অসুস্থ, সুস্থ হলে বিস্তারিত জেনে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিব।’
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই খোঁজ মিলছিলো না গোলাম সরোয়ারের। কোথাও খুঁজে না পেয়ে কোতায়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাপ্তাহিক আজকের সুর্যোদয় পত্রিকার ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী। গোলাম সরোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ নামের একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক।