Home Second Lead সরাইলের ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি

সরাইলের ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: জনসমাগম ঠেকাতে ব্যর্থতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি শাহাদৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ সদরদফতরের এক আদেশে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধমকে।

করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের মধ্যে শনিবার পূর্ব ঘোষণা ছাড়াই লাখো মানুষ যোগ দেয় খেলাফত মজলিশ নেতা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজায়। সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় জানাজা  হয়। জানাযায় মানুষের সারি মাদ্রাসা প্রান্তর ছাড়িয়ে দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কের বিস্তীর্ণ এলাকায়। দেশের বিভিন্ন স্থান এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র এবং সাধারণ মানুষ তাতে যোগ দেন।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মধ্যে এ ধরনের জনসমাগম ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে।