আহত ১০, নিখোঁজ ১
এমরান হোসেন, জামালপুর থেকে: ৩১ জানুয়ারি সরিষাবাড়িতে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোলা শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।
এ ঘটনায় রুবেল (২৬) নামে একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি তার পরিবারের। নিখোঁজ রুবেল পিংনা ইউনিয়নের নলসন্দা গ্রামের আমির হোসেন এর ছেলে।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্দা গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। নিহত ভোলা শেখ পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের হারুনর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৩১ জানুয়ারি পিংনা ইউনিয়নের নির্বাচন । এটাকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর (মোরগ) সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার বেলা ১১টার দিকে পশ্চিম নলসন্দা চরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রার্থী নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখ মারা যান এসময় আহত হন হালিম, আব্দুল হাই মেম্বার, শুক্কুর আলী, টুটুলসহ কমপক্ষে ১০ জন।
মেম্বার প্রার্থী নুরুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ভোলা শেখ নিহত ও আরও ৮-১০ সমর্থক আহত হন।
নিহতের স্ত্রী লাইলি বেগম বলেন, সকালে নুরুল ইসলামের সমর্থকরা ভোট চাইতে বের হন। এসময় প্রতিপক্ষের লোকজন রুবেল ও হালিমকে ধরে নিয়ে যায়। তাদের উদ্ধারে গেলে ধারালো দা দিয়ে কুপিয়ে তার স্বামীকে হত্যা করা হয়।
ফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে সুজাত আলী সুরুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান