Home সারাদেশ সরিষাবাড়ীতে  সাংবাদিকদের মানববন্ধন

সরিষাবাড়ীতে  সাংবাদিকদের মানববন্ধন

এমরান হোসেন, জামালপুর থেকে: ৪ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও মোবাইলসহ নগদ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে  জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিগপাইত – সরিষাবাড়ী – তারাকান্দি মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। মানববন্ধন শেষে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ-এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও মোহনা টিভির সরিষাবাড়ী প্রতিনিধি এ এইচ এম এহসান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, দ্য মুসলিম টাইমস পত্রিকা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা আমার সংবাদ সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলাম সহ ৪ জন সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৪ ফ্রেব্রুয়ারি সকালে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের ৪ জন সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আহতরা হলেন আমার সংবাদ ও মুভি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি রাইসুল ইসলাম, দৈনিক খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল রানা, বিজয় টিভি প্রতিনিধি সোহানুর রহমান ও সৃষ্টি টিভি প্রতিনিধি আবু সাঈদ। এরমধ্যে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিক রাইসুল ইসলামের মাথায় ছয়টি সেলাই ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করা হয়েছে। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।