Home স্বাস্থ্য শীতে গলায় ও বুকে জমা কফ ঘরোয়া উপায়ে দূর করবেন যেভাবে

শীতে গলায় ও বুকে জমা কফ ঘরোয়া উপায়ে দূর করবেন যেভাবে

শীত এলেই ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে। বিশেষ করে সর্দি, কাশি ও কফের সমস্যা দেখা দেয়। এর সঙ্গে অনেকে গলা ব্যথায় ভুগতে শুরু করেন। তবে এসব সমস্যার সমাধান পেতে চিকিৎসকের কাছে যাওয়ার আগে এবং প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ না খেয়ে ঘরোয়া উপায়ে এসব সমস্যা কমানোর প্রাথমিক চেষ্টা করা যায়। চলুন জেনে নিই এমন কিছু ঘরোয়া উপায়, যা গলায় ও বুকে কফ জমার সমস্যা উপশমে বিশেষ কার্যকরী-

১) পুষ্টিকর খাবার খেতে হবে:
কফের সমস্যা দূর করতে খাওয়া-দাওয়ারও দিকে নজর দিন। এলাচ, পেঁয়াজ, আনারস, আদা, রসুন এবং গোলমরিচ বেশি বেশি খেতে হবে।

২) স্টিম নিতে হবে:
কফ পাতলা করার জন্য স্টিম নিন। দিনে একবার বা দুইবার এটি করতে পারেন। স্টিম নিলে আপনার শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে জমে থাকা কফ পরিষ্কার হবে। তবে গরম জলেতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশালে এটি আরও কার্যকর হতে পারে।

৩) ভেষজ চা খান:
শীতে গরম চা খুবই কার্যকরী। তবে গলা ব্যথা কমাতে পিপারমিন্ট চা খুবই দরকার। এটি কফের চিকিৎসায়ও কার্যকর। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে।

৪) খেতে হবে মধু ও আদা:
এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ আদার রস মিশিয়ে খেতে হবে। গলা ব্যথা এবং শুষ্ক কাশি উপশমের জন্য প্রতিদিন তিনবার খান এটি। আদা গলা ব্যথা কমায়, মধু কাশি নিয়ন্ত্রণে সহায়তা করে।

৫) লবণ জল দিয়ে গার্গল করুন:
লবণ জল দিয়ে গার্গল করলে গলা দ্রুত পরিষ্কার হয়। এক গ্লাস গরম জলেতে ২-৩ টেবিল চামচ লবণ মেশান। এটি দিয়ে ভালোভাবে গার্গল করুন। কমপক্ষে প্রতিদিন দুই বেলা গার্গল করুন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সংক্রমণ প্রতিরোধেও এই ঘরোয়া চিকিৎসা দারুণ কার্যকর।