বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সাংবাদিক গোলাম সরওয়ার শিগগির উদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সরওয়ারকে উদ্ধারের দাবিতে রবিবার ( ১ নভেম্বর ) অবস্থান কর্মসূচিশেষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে ) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে গেলে এই আশ্বাস দিয়ে বলেন, নিখোঁজের লোকেশনটি খুঁজে বের করতে পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে।
কোতোয়ালী থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারের জন্য তার পরিবার ,আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি । আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
এর আগে, সিইউজের আহ্বানে রবিবার সকালে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী কর্মসূচিতে বলেন, আমরা আশা করেছিলাম সরওয়ার নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হবে। সে আস্থা হারিয়ে ফেলতে বসেছি। সরওয়ারের এখনও কোন হদিস পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, সরওয়ারকে উদ্ধারে আপনারা তৎপর হোন। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দেবে।
সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, সাংবাদিক গোলাম সরওয়ার চারদিন ধরে নিখোঁজ। পুলিশ এখনও কোন পদক্ষেপ নিতে পারেনি। এ পরিস্থিতিতে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন এবং আশাহত। আমরা পুলিশ বাহিনীর উপর আস্থা রেখেছিলাম। তবে, আমাদের সহকর্মী সরওয়ারকে শিগগির উদ্ধার করতে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে আমরা তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবো।
আমাদের সহকর্মী গোলাম সরোয়ারকে যদি অবিলম্বে উদ্ধার করা না যায় তাহলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে উল্লেখ করেন সিইউজে সাধারণ সম্পাদক।
অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ , আজকের সূর্যোদয়ের ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী প্রমুখ।