ঢাকা: কুয়েতে আটক সাংসদ মো. শহিদ ইসলাম পাপুলের ব্যাপারে সিআইডিও তদন্ত করছে।
সোমবার সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান সিআইডির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মানবপাচারের দায়ে কুয়েতে গ্রেপ্তার হয়েছেন সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল।
সংবাদ সম্মেলনে বলা হয়, লিবিয়া ২৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তিন মূল হোতাকে শনাক্ত করেছে সিআইডি। তাদের ধনসম্পদেরও খোঁজ নেয়া হচ্ছে। শিগগির তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিআইডি। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি ঐ ৩ জনের।
মাহবুবুর রহমান জানান, সিআইডির তদন্তকে আরো গতিশীল করার কাজ চলছে। আগে ৬০ বা ৭০ শতাংশ ক্ষেত্রে মৌখিক স্বীকারোক্তির ওপর সিআইডি নির্ভর করত, এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে। বিভাগটি ২২ ধরনের মামলা করে থাকে। ৮২ ভাগ ক্ষেত্রে তারা অভিযোগপত্র দিয়েছে, তবে সাজা হয়েছে ২৪ ভাগ ক্ষেত্রে।
মাহবুবুর রহমান জানান, সিআইডি সাইবার থানা স্থাপন করবে। ঢাকায় থানাটি স্থাপন করা হবে। সারা দেশ থেকে অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন ভুক্তভোগীরা।