Home চট্টগ্রাম শেখ হাসিনার কারাবন্দি দিবসে সাংসদ লতিফের উদ্যোগে আলোচনা সভা

শেখ হাসিনার কারাবন্দি দিবসে সাংসদ লতিফের উদ্যোগে আলোচনা সভা

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ এর উদ্যোগে ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে ১৬ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন এটি শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস নয় এটি গনতন্ত্রের অবরোধ দিবস।  বক্তারা সকল ষড়যন্ত্র রুখে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এম এ লতিফ এমপি’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামি লীগ পতাকাতলে সবসময় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ডের আওয়ামি লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, ২৭ নং ওয়ার্ডের আওয়ামি লীগ সভাপতি মোঃ আজিজ মোল্লা, ৩৬ নং ওয়ার্ডের আওয়ামি লীগের সহসভাপতি মোঃ ফরিদ আহম্মদ কন্ট্রাক্টর, ২৯ নং ওয়ার্ড যুবলীগ’র প্রচার সম্পাদক আবু তাহের রাজু, স্বাধীনতা নারী শক্তি পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ৩৬নং ওয়ার্ড ইউনিট আওয়মী লীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার, , আওয়ামী লীগ নেতা মোঃ মঈন উদ্দীন, মোঃ আব্দুর রহমান, নেছার মিয়া আজিজ, মোঃ জাহেদ আলী, মোঃ আনোয়ার আলী,২৯ নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি মোঃ রাশেদ জোবাইরী সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু,যুবলীগ নেতা মোঃ জুয়েলসহ বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তি