চট্টগ্রাম: চলমান বৈশ্বিক মহামারীতে এম. এ. লতিফ এমপি’র পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন ১০টি ওয়ার্ডে ১২-১৫ হাজার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর আওতায় ০৩ জুলাই বিকেল ৪.০০ টায় আগ্রাবাদ মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে ২৭ নং ওয়ার্ডের অসহায় ও স্বল্প আয়ের ১,০৯৩টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীর অংশ হিসেবে ইতোমধ্যে ৩৭ নং ওয়ার্ডে ২৩/০৬/২০২০ ইং তারিখে মুন্সী পাড়া উচ্চ বিদ্যালয় থেকে, ৩৬ নং ওয়ার্ডে ২৪/০৬/২০২০ ইং তারিখে বেচা শাহ কমপ্লেক্স থেকে, ৩৯ নং ওয়ার্ডে ২৭/০৬/২০২০ ইং তারিখে ওয়ার্ড কাউন্সিলর’র কার্যালয় থেকে ও ৪১ নং ওয়ার্ডে ২৭/০৬/২০২০ ইং তারিখে বিজয় নগর দক্ষিণ পাড়া থেকে ও ৩০ নং ওয়ার্ডে ৩০/০৬/২০২০ ইং তারিখে মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ হাজারেরও অধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল ইব্রাহিম, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক শাহীনুর আক্তার, মহানগর যুবলীগ সদস্য আক্তার হোসেন, যুবলীগ নেতা ইকবাল টেমু, আলমগীর হোসেন, কাজী রনি, মহানগর ছাত্রলীগের সদস্য কাজী মোহাম্মদ আরিফ, ডবলমুরিং থানা ছাত্রলীগ’র সহ-সভাপতি মোঃ আরমানসহ প্রমূখ।
চাল বিতরণ কর্মসূচীর অংশহিসেবে চট্টগ্রাম-১১ আসনের অবশিষ্ট ২৮, ২৯, ৩৮ ও ৪০ নং ওয়ার্ডে পর্যায়ক্রমে চাল বিতরণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, করোনার প্রাদূর্ভাব ঠেকাতে ও এলাকাবাসীকে করোনা সংক্রমন থেকে রক্ষার্থে এম.এ. লতিফ এমপি ইতিমধ্যে ১০০ শয্যা বিশিষ্ট ৫ টি স্বেচ্ছা ‘কোয়ারেন্টাইন সেন্টার’ চালু করেন। যেখানে প্রত্যেকের জন্য আলাদা বিছানা, মশারি, সেন্ডেল, থালাবাসন ব্যবস্থা রয়েছে। কোয়ারেন্টাইন সেন্টারে অবস্থানকারীদের জন্য প্রাথমিক ঔষধসহ বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা রয়েছে।
তাছাড়া চলমান করোনা মহামারীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের পরিবহনের সুবিধার্থে এবং নগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত করোনা বুথে সিএমসিএইচ’র নমুনা সংগ্রহকারীদের যাতায়াতের জন্য নিজ উদ্যোগ ও খরচে একটি মাইক্রোবাস সরবরাহ করেন।
এলাকার মানুষের কষ্ট লাঘবে করোনা ভাইরাস শনাক্তে এম.এ.লতিফ এমপি’র উদ্যোগে বন্দর ইপিজেড এলাকায় ফ্রি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়। চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন বন্দর থানার ৩৬ নং ওয়ার্ডের জি আর কে উচ্চ বিদ্যালয়ে একটি এবং অপরটি ইপিজেড থানার অন্তর্গত ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে স্থাপন করা হয়েছে।
-সংবাদ বিজ্ঞপ্তি