Home First Lead সাংসদ লতিফ ফিরলে চেম্বার নির্বাচনের ঘোষণা

সাংসদ লতিফ ফিরলে চেম্বার নির্বাচনের ঘোষণা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ঐতিহ্যের ধারক-বাহক শতবর্ষের চিটগাং চেম্বারের নির্বাচন আসন্ন। সাংসদ এম আবদুল লতিফ দেশে ফিরলে নির্বাচন সিডিউল ঘোষণা করা হবে।

শনিবার ( ৬ মার্চ ) অনুষ্ঠিত চেম্বারের বোর্ড সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল নির্বাচন প্রসঙ্গ। সভার এক পর্যায়ে পরিচালক এ কে এম আকতার হোসেন বিষয়টি নিয়ে সাংসদ আবদুল লতিফ দেশে ফেরার পর অনুষ্ঠেয় বোর্ড সভায় আলোচনার প্রস্তাব দেন। অপর একজন পরিচালক এই প্রস্তাবের প্রতি সমর্থন জানান। সাংসদ লতিফ দেশে আসার পরে চেম্বার নির্বাচন প্রসঙ্গটি বোর্ড সভায় উঠবে।

এম আবদুল লতিফ বর্তমানে মধ্যপ্রাচ্যে। বিভিন্ন সূত্রের মতে, চিটাগাং চেম্বারের কার্যক্রম পরিচালিত হয় সাংসদ লতিফের নির্দেশে। উল্লেখযোগ্য সংখ্যক ভোটারই তাঁর হাতে। অর্থাৎ চেম্বারের নেতৃত্ব নির্বাচন একচেটিয়া নিয়ন্ত্রণে। তাঁর সমর্থনপুষ্ট ছাড়া কারও নেতৃত্বে আসার সুযোগ নেই। চেম্বারের যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয় সাংসদের সম্মতিতে।

 তিনি চেম্বারের প্রাক্তন সভাপতি। সাংসদ তনয় ওমর হাজ্জাজ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি।

চলতি (২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ ) মেয়াদের পরিচালকদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। খোঁজ নিয়ে জানা গেছে, এদের কেউ কেউ দু’বছরে দু’য়েকবারের বেশি চেম্বারের সভায় উপস্থিত ছিলেন না।

চিটাগাং চেম্বারের নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে মতপার্থক্যের জেরে গঠিত হয়েছিল চিটাগাং মেট্রোপলিটন চেম্বার। সেটার অবস্থা এখন নিভু নিভু। ব্যবসায়ী-শিল্পপতিরা মেট্রোপলিটন চেম্বার নিয়ে চরম হতাশ।