বিজনেসটুডে২৪ ডেস্ক
সাইক্লোন ইদার তাণ্ডবে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে । এক রাতেই সেখানে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। চলছে অবিরাম বৃষ্টি।
সাইক্লোনের জেরে ইতিমধ্যেই নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূত্রের খবর, বহু মানুষ বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তাঁরাও বাঁচতে পারেননি। রাস্তা যেন নদী হয়ে গেছে। ইদার তাণ্ডবের ভয়াবহ ছবি দেখা গিয়েছিল গতকালই। সাবওয়ের ছাদ ফুটো করে হুর হুর করে জল ঢুকছিল মেট্রো স্টেশনে। নিউইয়র্কবাসীর অবস্থা শোচনীয়। সকলের মুখে একটাই কথা, জীবনে কখনও এত বৃষ্টি, প্রকৃতির এত ভয়াল রূপ দেখতে হয়নি। এই বছরটার সবকিছুই যেন অদ্ভুত।
ইতিমধ্যেই ইদাকে অনেকে ঐতিহাসিক প্রাকৃতিক বিপর্যয় বলে দাবি করেছেন। নিউইয়র্কে যাতায়াত জনজীবন সবই বিপর্যস্ত। এমনকি যা কোনওদিন হয়নি, তাও হয়েছে ইদার দাপটে। মিসিসিপি নদীর জল উল্টোদিকে বইতে দেখা গেছে।
বুধবার রাতের নিউইয়র্ক শহরে দেখা গেছে ভয়াবহ ছবি। সাবওয়ের ছাদ ফুটো হয়ে তুমুল স্রোতে জল ঢুকেছে মাটির নীচের নিরাপদ পথে, সম্প্রতি ইদার তাণ্ডবে সেই ছবি দেখেছে নিউইয়র্কবাসী। উপর থেকে জলের স্রোত জোরালো, কিন্তু উপায় নেই। তাই তার মাঝেই স্টেশনে ঢুকেছে ট্রেন। সোশ্যাল মিডিয়ায় এই ভয়ানক ভিডিও ভাইরাল হতেই আঁতকে উঠেছেন সকলে।