আশুলিয়ার গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় মধ্যবিত্ত পরিবারের সন্তান শামীম ২০১৫ সালে সাইপ্রাস গিয়েছিলেন স্টুডেন্ট ভিসায়। সেখানে পার্টটাইম জব করতে গিয়ে পরিচয় হয় আন্থির সাথে। তাদের এই পরিচয় পরে রূপ নেয় প্রেমের। ৫ বছর পর ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে শামীম দেশে ফিরে আসেন। তবে, দুজনের মধ্যে যোগাযোগ ছিল সামাজিক মাধ্যমে। উভয়ের পরিবারের মধ্যেও ভিডিও কলে দেখা ও জানাজানি হয়। এরপর প্রেমের টানে গত সপ্তাহে বাংলাদেশে এসেছেন আন্থি।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
গাজীপুর: বাঙালী বউ হওয়ার ইচ্ছে পূরণ হলো সাইপ্রাস তরুণীর। নাম আন্থি তেলেবান্থু। সাইপ্রাস থেকে তিনি বাংলাদেশে ছুটে আসেন গত ২৭ নভেম্বর। আর বিয়ে করলেন সাভারের শামীম আহমেদকে। বৃহস্পতিবার ঢাকা জজকোর্টে বাংলাদেশের আইন অনুসারে বিয়ে করেন আন্থি ও শামীম। এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় চলছে উৎসব।
আশুলিয়ার গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় মধ্যবিত্ত পরিবারের সন্তান শামীম ২০১৫ সালে সাইপ্রাস গিয়েছিলেন স্টুডেন্ট ভিসায়। সেখানে পার্টটাইম জব করতে গিয়ে পরিচয় হয় আন্থির সাথে। তাদের এই পরিচয় পরে রূপ নেয় প্রেমের। ৫ বছর পর ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে শামীম দেশে ফিরে আসেন। তবে, দুজনের মধ্যে যোগাযোগ ছিল সামাজিক মাধ্যমে। উভয়ের পরিবারের মধ্যেও ভিডিও কলে দেখা ও জানাজানি হয়। এরপর প্রেমের টানে গত সপ্তাহে বাংলাদেশে এসেছেন আন্থি।
ইতঃমধ্যে শ্বশুর, শাশুড়ি, আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের মন জয় করে নিয়েছেন ভিনদেশি এই নারী। বিদেশি বউ পেয়ে দারুণ খুশি শামীমের পরিবারও।
শামীম জানান, এখানে তার পরিবারের সঙ্গে আন্থি নিজেকে মানিয়ে নিয়েছে। আট-দশটা বাঙালি বউদের মতোই সবার সঙ্গে মিশছে। আন্থির বাঙালি বউ হওয়ার ইচ্ছাপূরণ হয়েছে। পরিবার ও আত্মীয়স্বজন সবাইকে মাতিয়ে রাখছে সে।
আন্থি তেলেবান্থু বলেন, ‘আমরা দুজন একসঙ্গে কাজ করেছি। তারপর বন্ধু হয়েছি এবং আস্তে আস্তে আমি তার প্রেমে পড়ে যাই। আমার পরিবার শামীমকে অনেক পছন্দ করে। তারাও আমাদের এ সম্পর্ককে মেনে নিয়েছে। আমি বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ।’