বিজনেসটুডে২৪ ডেস্ক: বলিউড সাইফআলি খানের বাড়ির পরিচারিকাকে উদ্ধৃত করে পুলিশ এনডিটিভিকে জানিয়েছেন যে হাতে ধারাল অস্ত্র নিয়েই সেই আততায়ী প্রথমে সইফের চার বছর বয়সী ছোট ছেলের ঘরে ঢুকেছিল এবং তাকে বন্দি করে কোটি টাকা মুক্তিপণ চেয়েছিল।
সেই দুবৃত্তের সাথে হাতাহাতিতে ওই নার্স, সাইফ আলি খান নিজে এবং তাঁর বাড়ির আরেক স্টাফ আহত হন। সাইফ আলি খানকে ছুরি দিয়ে ৬ বার আঘাত করে সেই ব্যক্তি। তাতেই তাঁর শিরদাঁড়ার কাছে আঘাত লাগে। এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়।
পুলিশে জানিয়েছেন, সাইফ আলি খান বান্দ্রার যে বাড়িতে থাকেন সেই বাড়ির যে ইমারজেন্সি ফায়ার এক্সিট আছে সেখান দিয়ে প্রবেশ করেছে দুর্বৃত্ত। সেই দরজা নাকি খোলা ছিল এদিন। এই বিল্ডিংয়ের পিছনে থাকা সিঁড়ি দিয়েই নাকি তিন সেই ফায়ার এক্সিটে পৌঁছেছিলেন। বাড়ির নিরাপত্তার ক্ষেত্রে বাড়ির পিছনের দিকে অনেক ঘাটতি আছে। তবুও সিসিটিভি ফুটেজ থেকে সেই ব্যক্তির ছবি পেয়েছে পুলিশ। সেই ব্যক্তি যখন পালাচ্ছিল এই কাণ্ড ঘটিয়ে তখনই তাকে সিসিটিভিতে দেখা যায়।
সাইফ আলি খানের ওপর হামলাকারীর ছবি এসেছে প্রকাশ্যে। হামলাশেষে সিড়ি বেয়ে পালানোর সময় যুবকের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
মুম্বই পুলিশ প্রকাশ করেছে হামলাকারীর ছবি। অবশ্য এখন পর্যন্ত তার সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলাকারীর ছবি। প্রকাশ্যে এসেছে ভিডিওটিও, যেখানে দেখা গিয়েছে পিঠে একটি ব্যাগ নিয়ে সিড়ি বেয়ে নীচে নামতে নামতে সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছে অভিযুক্ত।
বৃহস্পতিবার ভোররাতে ছুরি নিয়ে হামলা করা হয় অভিনেতা সাইফ আলি খানের উপর। নিজের বাড়িতেই এই হামলার শিকার হন তিনি। জানা গিয়েছে, সইফের শরীরে ৬ বার ছুরি দিয়ে কোপ মারা হয়েছে।
প্রাথমিক অনুমান, চুরির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিল চোর। সেই সময় সাইফ তাকে বাধা দিতে গেলে ছুরি দিয়ে হামলা করে সে। সাইফের মেরুদন্ডের খুব কাছে একটি ছুরির আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই মুহূর্তে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। বাড়ির এক পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর,ঘটনার তদন্তে একটি ৭ সদস্যের টিম গঠন করা হয়েছে।