বিজনেসটুডে২৪ ডেস্ক:মুম্বই, ১৭ জানুয়ারি: বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন যাকে আটক করা হয়েছে তিনি হামলার ঘটনার সাথে যুক্ত নন। বান্দ্রা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য জানিয়েছে পুলিশ।
সাইফের বাড়ির সিসিটিভিতে যাকে দেখা গিয়েছে, বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তাঁর খোঁজ পায় পুলিশ। ওই সন্দেহভাজন ইতস্তত সেখানে ঘুরছিলেন বলে জানা গিয়েছিল। তাঁর সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় ওই ব্যক্তিকে। তবে সেই তথ্যে এল নয়া মোড়। সন্দেহভাজন যে ব্যক্তিকে বান্দ্রা স্টেশন থেকে আটক করা হয়েছে, তিনি সইফের বাড়ির হামালাকারী নয়। ইতিমধ্যেই পুলিশ ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে।
সাইফ-হামলার অভিযুক্তর ছবি গতকাল প্রকাশ পায় । ছবিতে দেখা গিয়েছিল অভিযুক্ত দ্রুত নামছে সেই সিঁড়ি দিয়ে। পাট করে আঁচড়ানো চুল, ক্লিন শেভড। তার পরনে কালো রঙের হাফ-হাত শার্টের সঙ্গে কালো জিনস। গলায় বাঁধা লাল স্কার্ফ। নজর টেনেছে অভিযুক্তের পিঠে ঝোলানো একটি বড়সড় ব্যাগ। ছবি থেকেই স্পষ্ট ব্যাগটি ফাঁকা নয়, বরং জিনিসপত্রে ঠাসা!
উল্লেখ্য, বুধবার গভীর রাতে মুম্বইতে নিজের বাড়িতেই দুষ্কৃতীর ছুরিকাঘাতে মারাত্মক জখম হন সাইফ আলি খান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। একাধিক প্রশ্নের মুখে পুলিসের ভূমিকাও।