বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজারে ব্যাপক দরপতনের মধ্যেও সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারদরে বেড়েছে লাফিয়ে। আবু ধাবি ভিত্তিক এডি পোর্ট গ্রুপের সাথে চুক্তির আওতায় দুবাই-চট্টগ্রাম পথে জাহাজ নামানোর সংবাদে এই উল্লম্ফন। ডিএসই’র টপ টুয়েন্টিতে অবস্থান নিয়েছে এই কোম্পানি।
সোমবার দিনশেষে সাইফপাওয়ারটেকের দর ছিল ৩৪ টাকা ১০ পয়সা। মঙ্গলবার। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল ৩৪ টাকা ৮০ পয়সা। লেনদেনের এক পর্যায়ে দর উঠে ৩৬ টাকা ৯০ পয়সায়। দিনের শেষ দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা।
মঙ্গলবার লেনদেনের শুরু থেকে বিনিয়োগকারীদের মধ্যে এই কোম্পানির শেয়ার নিয়ে বিপুল আগ্রহ পরিলক্ষিত হয়। যে কারণে দর বেড়েছে হু হু করে। ১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার শেয়ার হাতবদল হয়েছে প্রায় ৬৭ কোটি টাকায়।
মঙ্গলবার দরবৃদ্ধির তালিকায় ১০ ম স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। ৬৭ কোটি টাকার শেয়ার হস্তান্তর হয়েছে কোম্পানিটির।
চট্টগ্রাম বন্দরের বৃহত্তম টার্মিনাল অপারেটর, পুঁজিবাজারে নথিবদ্ধ কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ভিত্তিক শিপিং কোম্পানি সাফিন ফিডারস-এর সাথে একটি চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির আওতায় কন্টেইনার পরিবহন বাবৎ বছরে নিট মুনাফা হবে ৭৫ কোটি টাকা।
১৫ বছর মেয়াদী এই চুক্তির আওতায় সাইফপাওয়ারটেকের কন্টেইনার পরিবহন শুরু হবে নভেম্বর থেকে। সাফিন ফিডারস ১০২ মিলিয়ন ডলার বিনিয়োগে ৩টি কন্টেইনার জাহাজ দেবে সাইফপাওয়ারটেককে। প্রতিটি জাহাজের কন্টেইনার পরিবহন ক্ষমতা ১৭০০ টিইইউএস থেকে ২১০০ টিইইউস। জাহাজগুলো আন্তর্জাতিক বিভিন্ন বন্দর ও বাংলাদেশের মধ্যে কন্টেইনার আনা নেয়া করবে। প্রতিটি জাহাজ থেকে বছরে আয় হবে ২০০ কোটি টাকা করে। এতে নিট মুনাফা ৭৫ কোটি টাকা।
সাফিন ফিডারস আবু ধাবি ( এডি ) পোর্টস গ্রুপের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান। আর সাইফ পাওয়ারটেকের শতভাগ মালিকানাধীন দুবাইয়ে নিবন্ধিত সাইফ মেরিটাইল এলএলসি। তাদের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে ঐ চুক্তি। চুক্তির গ্যারান্টার হিসেবে কাজ করবে সাইফ পাওয়ারটেক।