বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চট্টগ্রাম বন্দরের বৃহত্তম টার্মিনাল অপারেটর, পুঁজিবাজারে নথিবদ্ধ কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ভিত্তিক শিপিং কোম্পানি সাফিন ফিডারস-এর সাথে আরও একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় কন্টেইনার পরিবহন বাবৎ বছরে নিট মুনাফা হবে ৭৫ কোটি টাকা।
১৫ বছর মেয়াদী এই চুক্তির আওতায় সাইফপাওয়ারটেকের কন্টেইনার পরিবহন শুরু হবে নভেম্বর থেকে। সাফিন ফিডারস ১০২ মিলিয়ন ডলার বিনিয়োগে ৩টি কন্টেইনার জাহাজ দেব সাইফপাওয়ারটেককে। প্রতিটি জাহাজের কন্টেইনার পরিবহন ক্ষমতা ১৭০০ টিইইউএস থেকে ২১০০ টিইইউস। জাহাজগুলো আন্তর্জাতিক বিভিন্ন বন্দর ও বাংলাদেশের মধ্যে কন্টেইনার আনা নেয়া করবে। প্রতিটি জাহাজ থেকে বছরে আয় হবে ২০০ কোটি টাকা করে। এতে নিট মুনাফা ৭৫ কোটি টাকা।
সাফিন ফিডারস আবু ধাবি ( এডি ) পোর্টস গ্রুপের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান। আর সাইফ পাওয়ারটেকের শতভাগ মালিকানাধীন দুবাইয়ে নিবন্ধিত সাইফ মেরিটাইল এলএলসি। তাদের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে ঐ চুক্তি। চুক্তির গ্যারান্টার হিসেবে কাজ করবে সাইফ পাওয়ারটেক।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ও এডি পোর্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুমা আল শামিসি চুক্তিটি স্বাক্ষর করেন।
সাফিন ফিডারস ইতিপূর্বে গত এপ্রিলে আর একটি ১৫ বছর মেয়াদী চুক্তি করেছে সাইফ মেরিটাইম এলএলসি’র সাথে। চুক্তির আওতায় ৮ টি বড় জাহাজ দিচ্ছে। প্রতিটির পরিবহন ক্ষমতা ৫৫,০০০ টন। ফুজিয়ারা ও বাংলাদেশের মধ্যে জাহাজগুলি চলাচল করবে।