Home তথ্য প্রযুক্তি সতর্ক থাকুন, এদের খপ্পড়ে পড়তে পারেন আপনিও

সতর্ক থাকুন, এদের খপ্পড়ে পড়তে পারেন আপনিও

বিজনেসটুডে২৪ ডেস্ক: সাবধান হোন, সতর্ক থাকুন। এমন পরিস্থিতিতে পড়তে পারেন আপনিও। পরিস্থিতিটা কি? প্রতারণার আরও এক অভিনব ফাঁদ। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে হোয়াটস অ্যাপে পাঠানো হয়েছিল চালান। তাতে ক্লিক করতেই  ৭০ হাজার টাকা হাওয়া। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

সেই মেসেজে বলা হয় চালানের টাকা জমা দিতে বাহন পরিবহণ নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ওই মেসেজের সঙ্গে একটি ফাইল অ্যাটাচ ছিল। সেই লিঙ্কে ক্লিক করতে অ্যাপ ডাউনলোড হয়ে একটি ওটিপি আসে তাঁর কাছে। এরপরই হ্যাক হয়ে যায় তাঁর ফোন। সেই সুযোগ নিয়ে ফোনের সমস্ত তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে ৭০ হাজার টাকা তুলে নেওয়া হয়।