বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)এইচআরসি গ্রুপের চেয়ারম্যান ও ওয়ান ব্যাংকের সাবেক পরিচালক সাঈদ হোসেন চৌধুরীর দুই ছেলে হামিম রাইস চৌধুরী ও হাজিক রাইস চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে। ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণীও পাঠাতে বলা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড আয়কর অধ্যাদেশের ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করা হয়েছে সম্প্রতি এক চিঠিতে।
ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব বা অন্য যেকোনো ধরনের স্কিম বা হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে বলা হয়েছে এনবিআরের চিঠিতে। হামিম রাইস চৌধুরী ও হাজিক রাইস চৌধুরীর নামে এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে বলা হয়েছে চিঠিতে।