Home First Lead সাউথ বাংলার ১১ কর্মকর্তা বরখাস্ত

সাউথ বাংলার ১১ কর্মকর্তা বরখাস্ত

সাউথবাংলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে দুইজন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রয়েছে। নানা অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে এসবিএসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির সদ্য নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা জানান, কি কারণে কর্মকর্তাদের বহিস্কার করা হয়েছে তা আমার জানা নেই। এটি ব্যাংকের ম্যানেজমেন্টের বিষয়, বোর্ডের বিষয় নয়।

যাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে দুইজন ডিএমডি হলেন- মো. কামাল উদ্দিন এবং সফিউদ্দিন আহমেদ। এছাড়া ঋণ প্রশাসন বিভাগের প্রধান (ইভিপি) সালাউদ্দিন আহমেদ, হেড অব ব্যাংকিং অপারেশন (ইভিপি) এসএম ইকবাল মেহেদি, আন্তর্জাতিক বিভাগের প্রধান (ভিপি) এএনএম মোয়াজ আহমেদ, খুলনা শাখা প্রধান (এফএভি) এনএম আবুল কালাম সিদ্দিক, খুলনা চোকনগর শাখা প্রধান (এভিপি) মো. মনজুরুল আলম, ফকির হাট, খারাবাত বাইনতলা শাখার প্রধান (এসইও) এসএম রবিউল আলম, ফলটিটা শাখার প্রধান (এসইও) মো. নজরুল ইসলাম, খুলনার বৈদেশিক মুদ্রা শাখার এসকে আবুল ফারাহ এবং কাটাখালি শাখা ম্যানেজার অরুপ কুমার শাহা।

এসবিসি সূত্রে জানা গেছে, ব্যাংকটির আগের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন দীর্ঘ দিন দায়িত্বপালন কালে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে অনিয়ম ও দুর্নীতিতে যেসব কর্মকর্তার যোগসাজশ ছিল বর্তমান পর্ষদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।