Home খেলাধুলা সাকিবের প্রত্যাবর্তনে ক্রিকেটারদের উচ্ছ্বাস

সাকিবের প্রত্যাবর্তনে ক্রিকেটারদের উচ্ছ্বাস

সতীর্থদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। সাকিবের প্রত্যাবর্তনে বেশ উচ্ছ্বসিত মুশফিক, তাসকিন, সাইফউদ্দিনরা।

বুধবার রাত থেকেই শুরু হয় ক্রিকেটারদের উচ্ছ্বাস।

সাকিবকে নিয়ে তাঁদের স্বাগত বার্তায় ছেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম।

কেউ আবার সাকিবকে নিয়ে আবেগের স্মৃতিও তুলে ধরেন।

গত বছরের ২৯ অক্টোবর বাংলাদেশ ক্রিকেটকে বড় ধাক্কাই দিয়েছিল। ২৮ অক্টোবর দিবাগত রাতে হঠাৎ গুঞ্জন ওঠে, নিষিদ্ধ হতে পারেন দেশসেরা ক্রিকেটার সাকিব।

টানা ১২-১৩ ঘণ্টা মিরপুর শেরেবাংলায় ভিড় জমান গণমাধ্যমকর্মীরা। পুরো স্টেডিয়ামের চারপাশ ঘিরে ছিলেন ভক্তরা। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যা নামতেই সেই গুঞ্জন সত্যিতে রূপ নেয়। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব।