Home Second Lead সাকিব আল হাসানের ব্যাংক আবেদন বাতিল

সাকিব আল হাসানের ব্যাংক আবেদন বাতিল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: প্রস্তাবিত পিপলস ব্যাংকের অনুকূলে ইস্যু করা লেটার অব ইনটেন্ডের (এলওআই) মেয়াদ বাড়ানোর আবেদন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেছেন, প্রস্তাবিত ব্যাংক‌টির এলওআইয়ের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে । এ সম‌য়ের মধ্যে যে‌হেতু তারা শর্ত পূরণ কর‌তে পা‌রেনি তাই তা‌দের সময় বাড়া‌নোর আবেদন বা‌তিল করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হ‌য়।

প্রস্তাবিত ঐ ব্যাংকটি  তিন বছরেরও বেশি সময় ধরে  ব্যাংকিং ব্যবসার জন্য লাইসেন্স নিতে চেষ্টা করছে। কিন্তু এলওআইর শর্ত পূরণ না হওয়ায় লাইসেন্স পাচ্ছিল না প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্যাংক কয়েক দফায় তাদেরকে এলওআই’র মেয়াদ বাড়িয়ে দেয়। কোম্পানির পরিশোধিত মূলধন পূরণের জন্য সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে পরিচালক করার বিষয়ে অনাপত্তি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে প্রস্তাবিত ব্যাংকটি। গত ডিসেম্বরে নথিপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। এ বিষয়ে অনাপত্তির আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় ছিল। সাকিব ও তার মায়ের বিনিয়োগ করতে হবে ২০ কোটি টাকা। তবে ২৫ কোটি টাকার মতো মূলধন দিচ্ছেন সাকিব।

গত ২১শে ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করেন সাকিব আল হাসান। ওই সময় পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেমও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রস্তাবিত ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হতে চেয়েছিলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। শুধু তাই নয়, প্রস্তাবিত পিপলস ব্যাংকের সমস্যা দূর করার চেষ্টা করছিলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের সঙ্গে এ নিয়ে তিনি বৈঠক করেন।

২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৩টি নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হয়। এগুলো হলো: বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস ব্যাংক।