বিজনেসটুডে২৪ ডেস্ক:
জাভা সাগর থেকে নিখোঁজ হওয়া বিমানের ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ঘটনাস্থলে নৌবাহিনীর ডুবুরিরা অনুসন্ধান চালাচ্ছেন। সেখানে ১০টিরও বেশি জাহাজ মোতায়েন করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) রোববার (১০ জানুয়ারি) সাগর থেকে শ্রীবিজয়া এয়ারের বেশকিছু ধ্বংসাবশেষ ও কারো শরীরের টুকরো পাওয়ার দাবি করেছে উদ্ধারকারীরা।
জাকার্তা পুলিশের একজন মুখপাত্র ইয়ুশ্রি ইউনুস জানিয়েছেন, উদ্ধারকারী সংস্থা তাদের এরই মধ্যে তারা দুটি ব্যাগ দিয়েছে। প্রথম ব্যাগটিতে যাত্রীদের জিনিসপত্র রয়েছে, অন্যটিতে যাত্রীদের দেহের বিচ্ছিন্ন বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে। এখনো অনুসন্ধান চলমান রয়েছে।
গতকাল শনিবারই সেখানে উদ্ধারকাজ শুরু হয়। যা গভীর রাতে স্থগিত রাখা হয়েছিল। আজ রবিবার ভোরে তা আবার শুরু করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা একটি বিস্ফোরণ শুনেছেন এবং দেখেছেন।
সোলিহিনি নামে এক জেলে বিবিসিকে জানিয়েছেন, তারা মাছধরার নৌকা নিয়ে সাগরেই ছিলেন। তবে বিস্ফোরণের শব্দ শুনে তারা স্থলে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, উড়োজাহাজটির বিদ্যুৎগতি সাগরে পতিত হয় এবং পানিতে বিস্ফোরিত হয়। এটা আমাদের খুব কাছাকাছিই ঘটেছে। এরপর ভাঙ্গা কাঠের মতো কিছু টুকরা আমাদের নৌকার কাছাকাছি এসে পড়ে।
ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী বুদি ক্যারিয়া সুমাদি গণমাধ্যমে জানান, ‘যে জায়গায় ধ্বংস হয়েছিল, সম্ভাব্য অবস্থান শনাক্ত করা গেছে। সেখান থেকে বস্তা পাওয়া গেছে। একটি কাপড় অন্যটিতে কারও দেহের টুকরো। এই জিনিসগুলো নিয়ে তদন্ত শুরু হয়েছে।’
গতকাল শনিবার ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল। উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক মিনিট পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।