বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সেদিন অস্ত্রের মুখে জিম্মি করে সাজানো বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল আল্লামা শাহ আহমেদ শফীর ছেলে মওলানা ইউসুফকে।
আল্লামা শফীর শ্যালক মো. মঈন উদ্দিন শনিবার প্রেসক্লাবে হেফাজত ইসলামের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে বলেন, মওলানা ইউসুফ পিতার জানাজায় সেদিন নির্দিষ্ট কথাই বলার সুযোগ দেয়া হয়েছিল। তাই প্রকৃত কথাগুলো বলতে পারেননি। এরজন্য আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং তার সহযোগীদের দায়ী করেন।
আরও উল্লেখ করেন, বাবুনগরীর সরাসরি হস্তক্ষেপে জামাত, বিএনপি এবং নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের নেতাদের পরিকল্পিত অবস্থান লক্ষ্যনীয় ছিল জানাজায়। এরআগে, ১৬ সেপ্টম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হাটহাজারী মাদ্রাসায় কি ঘটেছিল তা সবাই জানেন। শফী হুজুরের কক্ষ ভাংচুর ও লুটতরাজ করা হয়, হুজুরকে হত্যার হুমকি দেয়া হয় বারে বারে। মাদ্রাসার মহাপরিচালকের পদত্যাগে বাধ্য করা হয় আল্লামা শফীকে। তাঁকে হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে।
আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। কিন্তু বাবুনগরী, মামুনুলরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। পরিস্থিতি এমন যে হুমকির মুখে মওলানা ইউসুফ আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি।
মো. মঈন উদ্দিন জানান, সংবাদ সম্মেলনটি মওলানা ইউসুফের করার কথা ছিল।
তিনি বলেন, হেফাজত ইসলাম আল্লামা শফীর গড়ে তোলা অরাজনৈতিক সংগঠন। এটাকে ব্যবহার করে আলেম নামধারীরা মিথ্যাচারের মাধ্যমে লাভবান হচ্ছেন।