জয়ার কাছে পুজো মানেই আড্ডা, ঘুরুঘুরু করা, পেটপুজো এবং সাজুগুজু। পুজোর চারটে দিন নিজের মতো করেই কাটাতে চান পদ্মা পাড়ের সুন্দরী।
1/5বেশ কিছু পুজো কলকাতাতে কাটিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এই বছরের পুজোও কলকাতাতে রয়েছেন অভিনেত্রী। চারদিকে আলো, অনবরত মাইকে গান বাজছে, পথঘাট ছেয়ে থাকা ছাতিমের মিষ্টি গন্ধ শারদ-কলকাতাকে দারুণ ভালোবাসেন অভিনেত্রী। তাই তো পুজোর চারটে দিন কলকাতায় নিজের মতো করে কাটাতে চান নায়িকা। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)2/5পুজো মানেই অভিনেত্রী কাছে বন্ধুদের বাড়ি যাওয়া, আড্ডা দেওয়া, জমিয়ে খাওয়া-দাওয়া। পাশাপাশি অভিনেত্রী খেতেও ভালোবাসেন খুব।3/5সংবাদমাধ্যমকে জয়া স্পষ্ট জানিয়েছেন, যে বন্ধুর বাড়িতে ভালমন্দ রান্নাবান্না হবে, সে দিন সেখানেই গিয়ে হাজির হব। তবে অভিনেত্রী কিন্তু মিষ্টির পোকা; সেকথা জানাতে ভোলেননি। শেষপাতে তার মিষ্টি চাই।4/5পুজোর কটা দিন অতিরিক্ত সাজুগুজু রয়েছে নায়িকার লিস্টে। শাড়ির পাশাপাশি বিভিন্ন ধরণের পোশাক ট্রাই করবেন বলে জানিয়েছেন।5/5সব মিলিয়ে ওপার বাংলার নায়িকা চুটিয়ে এবারের দুর্গাপুজো উপভোগ করবেন তা বলাই যায়।