Home First Lead সাতক্ষীরায় নরেন্দ্র মোদি

সাতক্ষীরায় নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

বিজনেসটুডে২৪ ডেস্ক

দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরা পৌঁছেছেন।

শনিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে তিনি শ্যামনগর পৌঁছান। সেখানে তিনি যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেছেন। সেখানে পূজা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন মোদি।

জানা যায়, দুপুরে ঢাকায় ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী। বিকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। তার আগে দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে শ্যামনগরের ঈশ্বরীপুরে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ ও ভারতীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের সাথে রয়েছে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানিয়েছেন, মোদির সফরকে কেন্দ্র করে বহুদুর বিস্তৃত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সাধারনের যাতায়াত সীমিত করা হয়েছে। যশোরেশ্বরী দেবী মন্দিরসহ রাস্তাঘাটের সৌন্দর্য বর্ধন করা হয়েছে।