Home সারাদেশ সাতছড়িতে বন্যপ্রাণী বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সাতছড়িতে বন্যপ্রাণী বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

হৃদয় খান, চুনারুঘাট থেকে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বন্যপ্রাণী ব্যবস্হাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে গত বুধবার।
 সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমেটরি বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন ঢাকা বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জাহির উদ্দিন আকন।  বিশেষ অতিথি  ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সারওয়ার, হবিগঞ্জ জেলা বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ প্রমুখ।
১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের  শিক্ষকগণ ইনস্ট্রাক্টর ছিলেন ।
 ৩০ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সম্মানী তুলে দেওয়া হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সাংবাদিক  হৃদয় খান, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মামুন চৌধুরী,  আজিজুল হক নাসির, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ।