বিজনেসটুডে২৪ ডেস্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির রেকর্ড ডেট আজ সোমবার । কোম্পানিগেুলো হলো : ইয়াকিন পলিমার, সালভো কেমিক্যাল, পাওয়ার গ্রীড, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার, ফার্স্ট ফাইন্যান্স এবং ড্রাগন সোয়েটার।
রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর লেনদেন আজ বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে আবার লেনদেন শুরু হবে কোম্পানিগুলোর।