মোঃ শাকিল মিয়া, গাইবান্ধা থেকে: সাদুল্যাপুর উপজেলার ১০০ জন অসহায় এতিমকে পবিত্র কোরআন শরীফ দেয়া হয়েছে তেলাওয়াতের জন্য। সেইসঙ্গ দেয়া হয়েছে মাস্কও।
শুক্রবার বিকালে স্থানীয় একজন মহিলা – শারমিন আক্তার পিংকি কোরআন শরীফগুলো উপহার দিয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, উপজেলার ১০ টি মাদ্রাসার প্রত্যেকটিতে ১০ জন করে মোট ১০০ জন এতিম ছাত্রকে কোরআন শরীফ প্রদান করা হয়। এই মহৎ কাজের জন্য যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে সহায়তা করেছেন, মহান রাব্বুল আলামীন তাদের দানকে কবুল করে নেক হায়াত বাড়িয়ে দিন।
সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসব বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব , উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ ।