ঢাকা:বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়।
মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাদেক খান মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতন হয়। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি দেশে ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগের নেতারা গা ঢাকা দিয়ে আছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও এমপি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন।