৫৬ দিনে হ্যান্ডলিং:
কন্টেইনার ৩,১৯০০০ টিইউস, সাধারণ পণ্য ১ কোটি ৩৭ লাখ টন ,৮৭হাজার ৩৯৭ মেট্রিক টন পেঁয়াজ, ৮,২৭৫ মেট্রিকটন আদা এবং ৬,৬৫০ মেট্রিক টন রসুন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনাভাইরাস বিস্তার রোধে চলমান সাধারণ ছুটিতে নানা প্রতিকূলতায়ও পুরোপুরি সচল চট্টগ্রাম বন্দর। কাজ চলছে রাতে-দিনে। ২৬ মার্চ থেকে ২০ মে পর্যন্ত ৫৬ দিনে চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ১৯ হাজার টিইউস কন্টেইনার এবং ১ কোটি ৩৭ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হয়েছে।
নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে বিশেষতঃ ভোজ্যতেল, চিনি ,ছোলা, ডাল, খেজুর ইত্যাদি খালাস ও ডেলিভারিতে অগ্রাধিকার দেয়া হয়। এতে রমজানের আগে এবং রমজানে আমদানি নির্ভর এসব পণ্যের সরবরাহ ও বাজার ছিল স্বাভাবিক। পদে পদে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেও বন্দরের কর্মকর্তা-কর্মচারি, টার্মিনাল অপারেটর ও বার্থ অপারেটর এবং শিপহ্যান্ডলিং অপারেটরদের কর্মচারি এবং শ্রমিকরা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত রেখে কাজ অব্যাহত রেখেছেন।
বন্দরের পরিচালক ( পরিবহন ) এনামুল করিম জানান, আলোচ্য সময়ে ৩,১৯,০৬৭ টিইউস কনটেইনার, ১কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার ৬৪২ মেট্রিক টন সাধারণ পণ্য হ্যান্ডলিং হয়েছে। এ সময়ে ৮৭হাজার ৩৯৭ মেট্রিক টন পেঁয়াজ, ৮,২৭৫ মেট্রিকটন আদা এবং ৬,৬৫০ মেট্রিক টন রসুন খালাস হয়েছে।
খাদ্যদ্রব্য হ্যান্ডলিং হয়েছে ২২ লক্ষ ৯৮ হাজার ৪২৪ মেট্রিক টন। রমজান উপলক্ষে আমদানি হওয়া ৮৬ হাজার ৯১২ মেট্রিক টন ভোজ্যতেল, চিনি ,ছোলা, ডাল, খেজুর ইত্যাদি হ্যান্ডলিং হয়েছে। নৌ প্রতিমন্ত্রী, নৌ সচিব এবং চেয়ারম্যানসহ বন্দর প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নজরদারির ফলে বন্দর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেন এনামুল করিম।