Home Second Lead বাইক থেকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ৩ বন্ধু

বাইক থেকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ৩ বন্ধু

মেলা দেখে ফেরার পথে লাশ এই ৩ বন্ধু। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: বগুড়া-নওগাঁ মহাসড়কে ট্রাকের চাকায় পিষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু। রবিবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ বাণিজ্য মেলা থেকে ঐ ৩ বন্ধু ফিরছিলেন মোটর সাইকেলে। বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বাঁশহাটির সামনে এ দুর্ঘটনা ঘটে।  বাসকে একটি কোচ ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা ঢাকা মেট্রো- ট- ২৪- ৪০২৫ নম্বর ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নওগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনইকি পাড়ার আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (২০) ও কাহালু উপজেলার কাজিপাড়ার মনজুর আলীর ছেলে মিথুন প্রামানিক (১৯)। নিহতরা দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহত আল হোসাইনের যমজ ভাই আল হাসান জানান, তাঁরা ৯ বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন। মেলা শেষে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় তাঁদের মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজন মারা যান।

আল হাসান আরও বলেন, ‘আমরা সান্তাহারের পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি, সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।’

এ ঘটনায় নিহত মিথুন প্রামানিকের বাবা কাহালু উপজেলার কাজিপাড়ার মনজুর আলী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেন।
পুলিশ রাতেই ঢাকা মেট্রো- ট- ২৪- ৪০২৫ নম্বর ট্রাক ও তার চালক (ড্রাইভার) নওগাঁ সদরের চক জাফরবাদ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪২) কে আটক করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের ও ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।