Home অন্যান্য শতকোটি টাকার সাপের বিষ উদ্ধার

শতকোটি টাকার সাপের বিষ উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: শতকোটি টাকা মূল্যের সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে খুলনা নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবনার ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)।

এই ব্যাপারে র‌্যাব জানায়, ছয়টি কনটেইনারে ১২ পাউন্ড সাপের বিষসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। সাপের বিষ তিনটি কনটেইনারে তরল ও তিনটিতে পাউডার অবস্থায় রয়েছে। উচ্চপর্যায়ের মাদক সেবন বা প্রস্তুতকাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে এসব বিষ। কনটেইনারগুলোতে মেইড ইন ফ্রান্স লেখা রয়েছে।

এ ধরনের সাপের বিষের এক পাউন্ডের বাজারমূল্য সাত কোটির অধিক, সে হিসাবে ১২ পাউন্ডের দাম প্রায় শতকোটি টাকার কাছাকাছি।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এসব বিষ ফ্রান্স থেকে এনে অন্য কোথাও পাচার করা তাদের উদ্দেশ্য ছিল।